অর্থের অভাবে সুপ্তই রয়ে গেলো কবি শাহজাহান কবিরের প্রতিভা
স্টাফ রিপোর্টারঃ
অর্থের অভাবে সুপ্তই থেকে গেলো একজন উদীয়মান কবির প্রতিভা, এমনকি শুধুমাত্র অর্থের অভাবে লোকমুখেও তার কবিতার উক্তিগুলো পৌছতে পারেনি বলে হতাশা ব্যক্ত করেছেন কবি শাহজাহান কবিরের শুভাকাঙ্খিরা। কবি শাহজাহান কবিরের সমন্ধে জানা যায়, তার বাবার নাম মৃত রফিকুল ইসলাম, তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত রামের দিঘীর পাড়ে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা লিখা তার একটি নেশা ছিল বর্তমানেও কবিতা রচনা করা তার একটি প্রধান শখ বলে জানা গেছে। বাংলার প্রকৃতির সৌন্দর্য্য, গাছগাছালি, পাঁখি, নদী-নালা, সর্বোপরি মা, মাটি ও মানুষের বিষয়ে অসংখ্য কবিতা রচনা করেছেন এই কবি শাহজাহান। বর্তমানে তিনি বন্দর উপজেলাধীন মদনপুরে একতা সুপার মার্কেটে ট্রেইলার্স পেশায় নিয়োজিত থাকলেও কবি মনের পরিসমাপ্তি ঘটেনি আজও। এখনও মনের অজান্তে কবিতা লিখেন এবং কবিতার বিষয় খুঁজে বেড়ান। তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য কিছু কবিতা হচ্ছে পল্লী উন্নয়নের দেশে, আমার মা, শৈশব স্মরণে, প্রত্যাশা সবার, প্রভুর প্রেম, সুন্দরী ললনা, শেষ চিঠি, শেষ উপহার, গোমতি নদীর মাঝি, ফুল পরীরা, ছোটব বাবু ইত্যাদি। কবি শাহাজাহান কবিরের সাথে কথা বললে তিনি জানান ‘কবি কিছুর আশায় কবিতা রচনা করেনা। বাংলাকে ও বাংলার অপার সৌন্দর্য্যকে ভালবেসে কবিতা লিখি। কিন্তু একটা কবিতার বই বের করার মত সামর্থ আমার নেই। কবিতাগুলো মানুষের কাছে পৌছবে, সবাই পড়বে, বাংলার রূপ আমার কবিতায় ভেঁসে উঠবে এটাই আমার প্রত্যাশা’। অর্থের যোগান পেলে কবিতার বই ছাপানোর বিষয়ে তার একটি স্বপ্ন আছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।