অর্থের লোভ নয়, জনসেবার মাধ্যমে মানুষের মধ্যে হতে চাই চিরসঞ্জীব
স্টাফ রিপোর্টার ঃÑ সোনারগাঁও উপজেলার তরুন প্রজন্মের অহংকার সনমান্দী ইউপি’র সফল চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ বলেছেন, অর্থের লোভে নয়, জনসেবার মাধ্যমে মানুষের মধ্যে হতে চাই চিরসঞ্জীব। তাই সদাসর্বদা সনমান্দী ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উজার করে দিচ্ছি। আজ ০৩ ডিসেম্বর-২০১৮ সোমবার। সনমান্দী ইউনিয়নের দৌলতপুর কবরস্থান হতে চাঁন মার্কেট পর্যন্ত রাস্তা, দৌলতপুর মাদ্রাসা হতে জাঙ্গাল ব্রীজ পর্যন্ রাস্তা ও প্রেমের বাজার হমে গোপেরবাগ পর্যন্ত রাস্তার উন্নয়ণ কাজ সহ বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ণ কাজের উদ্বোধন ও পরিদর্শন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে ওসব কথা বলেছেন। তিনি বলেন, মরনোত্তর মানুষের ভালো কর্মের সফলতাই নিজেকে উজ্জীবিত রাখা সম্ভব। তাই মানুষের কল্যাণ ও সেবার মাধ্যমে পরকালের জন্য নিজের পুঁজি করতে এসেছি। তিনি আরো বলেন, ইউনিয়নবাসীর আরো উৎসাহ ও সহযোগিতা পেলে অত্র ইউনিয়নকে একটি শহরে রুপান্তরিত করার স্বপ্ন দেখছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হারুন অর রশিদ মোল্লা, ইউপি সদস্য নুরুল হক টিক্কা, আক্কাছ আলী প্রধান, গিয়াস উদ্দিন, আব্দুল রশিদ, মোস্তফা মাষ্টার, সেকান্দর আলী মাষ্টার, খন্দকার সালাউদ্দিন সাজু, কাউসার ভূঁইয়া, মো. ফারুক, মোহাম্মদ আলী, আজমাইন, আলামিন, তরিকুলসহ অত্র ইউনিয়নের শত শত এলাকাবাসী।