আজকের এই দিনটি এলে আমার বুকে আগুন জ্বলে উঠে ——আলহাজ্ব গাজী এম এ সালাম
এস এম আলমগীর ভূঁইয়া, নারায়নগঞ্জ থেকে:-
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট এই কলংকময় কালো রাতে আমাদের প্রান প্রিয় নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে আমরা হারিয়েছি। আমাদের দূর্ভাগ্য এই কলংকময় দিন আজকে। এই দিনটি এলে আমার বুকে আগুন জ্বলে উঠে। দু:খ কষ্ট নিয়েই আজ আমি আপনাদের মাঝে এসেছি। জাতীর জনককে হারিয়ে আজ আমরা নি:স্ব। বন্দর উপজেলার কলাগাছিয়া, মুসাপুর, বন্দর, ধামগড় ও মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত জাতীয় শোক সভায় নেতাকর্মীদের সাথে, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এই দিনে সরকারের কাছে আমাদের একটাই দাবী, স্বাধীনতার স্থপতী, জাতীর জনক, বাংলার বঙ্গবন্ধুর বাকি হত্যা কারীদের আমরা ফাসি চাই। আমরা শুধু জনক হত্যার বিচার চাই। আশা করি জনক হত্যার বিচার করে, আমাদের হৃদয়ে জলন্ত আগুন সহনীয় করবেন। ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন সালাম চেয়ারম্যান। বিভিন্ন শোক সভায় মোনাজাতে অংশ গ্রহন করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। আয়োজিত শোক সভায় নিজের হাতে অসহায় দু:স্থ্যদের মাঁঝে তবারক বিতরন করেন। চেয়ারম্যান সালামের সাথে শোক দিবসে অংশগ্রহন করেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাবেদ ভূঁইয়া, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন সিহাব, মোসারফ, জাহাঙ্গীর ভূঁইয়া সহ অন্যন্য নেতাকর্মীরা।