আমি আপনাদের মতই একজন মানুষ এমপি শুধু আমার একটি পদবী —এমপি লিয়াকত হোসেন খোকা
স্টাফ রিপোর্টার
আমি আপনাদের মতই একজন মানুষ সংসদ সদস্য শুধু আমার একটি পদবী। তাই আমার আর আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি আপনাদের সুখে-দুঃখে ও সোনারগাঁয়ের উন্নয়ণের মাঝে বিলিন হয়ে গেছি। গতকাল মঙ্গলবার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা করইতলা পাকা রাস্তা হতে পেচাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার ৬শ ৭৬ মিটার রাস্তা এইচবিবি করণ উন্নয়ণ কাজ উদ্বোধন কালে নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সফল সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, আমার সময় কোন মানুষ হামলা-মামলায় হয়রানি হয়নি। আমি ভাল মানুষ নিয়ে রাজনীতি করছি। মাদক নির্মূলে অগ্রনী ভূমিকা পালন করছি। মাদক সম্পূর্ন ভাবে নির্মূল করতে হলে আপনাদেও সহযোগিতা প্রয়োজন। আমি জামপুর ইউনিয়নের বাসিন্দ। আমার এ ইউনিয়নের একটি স্থানও অবহেলিত থাকবেনা। আগামী সময়কালী সকল কাজই সম্পূর্ন হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন মহাজোটের স¤ন্বয়েই হবে এবং আবারো আমি এ আসন থেকে আপনাদের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবো। এসময় জামপুর ইউপি চেয়ারম্যান তরুণ প্রজম্মের অহংকার হামীম শিকদার শিপলু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, বিশিষ্ট শিল্পপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নুরুন্নবী, মাসুম ভূঁইয়া, এমরান হোসেন ভূঁইয়া, মো. ফারুক ভূঁইয়া, লুৎফর মেম্বার, গেলমান মেম্বার, সানাউল্লাহ মেম্বার, সাবেক মেম্বার সোহরাব আল কাদরি, লাভলু মোল্লাহ, ফারুক শিকদার, আব্দুল আলী, আলী আকবরসহ মহাজোটের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।