আমি আমার জন্য ভোট চাইতে আসি নাই ————এড. আবু হাসনাত মো. শহিদ বাদল
স্টাফ রিপোর্টার:-
আমি আমার জন্য ভোট চইতে আসি নাই, আমি আপনাদের কাছে এসেছি নৌকার জন্য ভোট চাইতে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যেগে, মনার বাড়ি সরকারী প্রার্থমিক বিদ্যলয়ের মাঠ প্রাঙ্গণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আর বলেন, নৌকা যার নছিবে থাকবে সেই নির্বাচন করবে।
তবে আমাদের দাবী নারায়ণগঞ্জ ৫ আসনে নৌকা দিতে হবে এবং নৌকাকে জয়ী করতে হবে।
তাছাড়া, বি এন পিকে উদ্দেশ্যে করে ভিপি বাদল বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, যারা মানুষ পুড়িয়ে মারে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।
ভিপি বাদল নেতাকর্মীদের উদ্যেশে আরও বলেন, আজ আমাদের জণনেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন।
এই জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই।
আমাদের মাতৃতূল্য নেত্রীর আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি।
আলোচনা শেষে উৎসব মূখোর পরিবেশে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে জণনেত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী পালন করেন।
পরে মোনাজাতের মাধ্যেমে পরম করুনাময় মহান আল্লাহ পাকের দরবারে জণনেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু প্রার্থনা সহ দেশবাসীর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।
আওয়ামী লীগ নেতা মুসলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নূর হোসেন,বন্দর থানা আওয়ামী লীগ নেতা মো. রোমান হোসাইন, থানা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. মনির হোসেন খাঁন প্রমূখ। সার্বিক সহযোগীতায় ছিলেন, ডা: শাহজাহান, আশরাফুল আলম, বাচ্চু মিয়া, জসিম উদ্দিন, মনির সিকদার, জাবেদ আলী সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।