আল্লাহ সহায় থাকলে ও মানুষের ভালবাসা থাকলে অপপ্রচার চালিয়ে আমার সুনাম নষ্ট করতে পারবেন না ইনশাল্লাহ-লিটন খাঁন
বিশেষ প্রতিবেদক:-
সোনারগাঁও থানা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনকে নিয়ে কতিপয় কুচক্রি মহলের করা ষড়যন্ত্রের বিরুদ্ধে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করেছে কাঁচপুর ইউনিয়ন যুবলীগ, বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী ও এলাকাবাসী। উপস্থিত যুবলীগের নেতা-কর্মীরা ও এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন ‘লিটন খাঁন আমাদের কাছের মানুষ। তিনি কোনরূপ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত নন। তার কাছে অস্ত্র আছে এবং সে অস্ত্র লুকাতে তিনি ব্যস্ত বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা নিছক গুজব ও ভিত্তীহীন বলে আমরা মনে করি। কতিপয় দুষ্ট চরিত্রের লোক ও কুচক্রি মহল লিটন খাঁনকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা আদৌ সত্য নয়। অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসা, পরিবহন চাঁদাবাজী, প্রতিষ্ঠান থেকে মাসিক আদায় ও টেন্ডারবাজির মত অপরাধের কথা শোনতে পারা গেলেও, লিটন খাঁন এ ধরণের কর্মকান্ডে জড়িত নন বলে আমরা আস্থার সহিত বলতে পারি। তিনি বালুর ব্যবসা করেন আর এখানে যুবলীগের বিভিন্ন কর্মীরা কাজ করেন এবং কাজ শেষে তাদের পারিশ্রমিক নেন। এখানে অন্য কোন অবৈধ কাজ চলেনা, তাই অন্যায় সুবিধা নেবার সুযোগ নেই। কিন্তু বর্তমানে তাকে নিয়ে অপপ্রচার চালানোর কারণে আমরা এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি’। সভায় এক বক্তব্যে লিটন খাঁন বলেন ‘স্থানীয় পত্রিকার সম্পাদককে আমি গালিগালাজ করেছি বলে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, অথচ একটি স্থানীয় পত্রিকা দীর্ঘদিন অর্থের অভাবে বন্ধ ছিল। আমার কাছে বিস্তারীত বলায় আমি অর্থ সহায়তা দেবার পর সে পত্রিকাটি আবারও চালু হয়েছে। তাহলে আপনারা বিচার করুন আমি কি সম্পাদকদের গালিগালাজ করি, নাকি বিপদে দুঃসময়ে তাদের পাশে এসে দাড়াই। আমি কোন অস্ত্র ব্যবহার করিনা ফলে তা লুকানোর কোন প্রশ্ন আসেনা সুতরাং এ বিষয়ে অপপ্রচার চালানো নির্বুদ্ধিতার শামিল বলে আমি মনে করি। কাঁচপুর ইউনিয়ন কার্যালয়ে আমি মাঝেমধ্যে একটু সময় দেই। অত্র ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে ব্যবসা করি আর ঘাম ঝড়ানো অর্থ দিয়ে সবাই সংসার চালাই। কিন্তু সাদিপুর ইউনিয়নের এক নেতাকে দেহরক্ষী রাখা হয়েছে মর্মে যে অপপ্রচার চালানো হচ্ছে, এটা হাস্যকর ও বিবেকহীন বক্তব্য। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও সোনারগাঁও থানা যুবলীগের মত জনপ্রিয় একটি সংগঠনের যুগ্ম সম্পাদক হওয়ায় আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাতে তৎপর থাকবে এটা স্বাভাবিক বিষয়। আমি এ বিষয়ে মোটেও বিচলিত নই। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দেশের জন্য কাজ করার কারণে কিছু কুচক্রি মহলের চোঁখের বালিতে পরিণত হয়েছি। না’গঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার ভাইয়ের নেতৃত্বে দেশের মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি বিধায় কতিপয় কুচক্রি মহল বিশেষ করে বিএনপি ও জামায়াতের দুস্কৃতিকারীরা কিছু ঘটলেই আমাকে জড়িয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সহায় থাকলে ও মানুষের ভালবাসা থাকলে অপপ্রচার চালিয়ে আপনারা আমার সুনাম করতে পারবেন না ইনশাল্লাহ’।