আড়াইহাজারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার সাব রেজীষ্টার অফিসের দলিল লেখক সমীতির উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় দলিল লেখক সমীতির অফিসের মাঠে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বি করেন, সমীতির ভারপ্রাপ্ত সভাপতি খাগকান্দা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম নুরু। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সুন্দর আলী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলিগ সরকারের উন্নয়ন এর বাধাগ্রস্থ করার জন্য দেশের একটি শাসকদলের কিছু অসাধু নেতাকর্মীদের ইশারায় দেশের সন্ত্রাস জঙ্গীবাদের ঘটনায় লিপ্ত হয়েছে। আমরা আওয়ামীলিগের নেতাকর্মীরা জঙ্গীবাদ যেন শু সংগঠিত না হতে পারে দলীয় নেতারা নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে।
ঐ সময় আরো বক্তব্য রাখেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আবু তালেব মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শজিবুর রহমান, সাংগঠিত সম্পাদক মনির হোসেন, সাবেক ছাত্রলীগের নেতা ইকবাল হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মোল্লা, ছাদ্দাত পারভেজ, মোঃ বাপ্পি মোল্লা, খলিলুর রহমান খলিল, মোঃ কাজল ঢালী, উপজেলা দলিল লেকক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাহিন মেম্বার, জাকারিয়া জাকির, জয়নাল আবেদীন, হাজি আব্দুল রব্ মোক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষ করে মিলাত ও দোয়া মাহফিলে মোনাজাত করেন আলহাজ¦ আবু তালেব মোল্লা। পরে রান্না করা খাবার পরিবেশন করেন।