আড়াইহাজারে বিভিন্ন সরকারী অফিসে শতাধীক পদ শূন্য
মোঃ এফরান আলী আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়য়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা নিরবাহী অফিস উপজেলা সহকারী ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও বিভিন্ন সরকারী অফিসের দফতরে প্রায় শতাধীক পদ শূণ্য রয়েছে। এর মধ্যে শুধু মাত্র স্বাস্থ্য কেন্দ্রই ৪৭টি পদ শূণ্য। বিভিন্ন সরকারী অফিসে রয়েছে ৫০টির মত পদ শূণ্য। বিশেষ করে নাইট গার্ডের পদ শূন্য থাকায় বেশী সমস্যা হচ্ছে। সরকারী হাসপাতালে ৯টি নার্সের পদের মধ্যে ৪টি রয়েছে। বাকী ৫টি পদই রয়েছে শূণ্য । জনবল সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরত। গুরুত্বপূর্ণ পদ গুলো দীর্ঘদিন শূণ্য থাকায় প্রতিদিন সংশ্লিস্ট দপ্তরগুলোতে এসে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনসাধারণ। অধিকাংশ অফিসের পদ শূণ্য থাকায় অফিসপাড়ায় আগত লোকজন প্রসাশনের দ্রুত সেবা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের কাননগো নাম জারী সহকারী পদ শূণ্য উপজেলা নিবার্হী অফিসে ৩টি নাইট গার্ডের পদ, আছে মাত্র ১টি । উপজেলা প্রকৌশল অফিসে ৩টি নাইট গার্ডের পদ, আছে মাত্র ১টি। উপজেলা কৃষি অফিসে ৭টি উপসহকারী কৃষি অফিসারের পদ শূণ্য রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে অফিস সহকারী সহ ৩টি পদ শূণ্য রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূণ্য রয়েছে। উপজেলা মৎস্য অফিসারের সহকারী মৎস্য কর্মকর্তা পদটি শূণ্য রয়েছে। বি আর ডিভি এর প্রজীব অফিসে ১টি মাঠ কর্মীর পদ শূণ্য রয়েছে। উপজেলা শিক্ষা অফিসে উচ্চ মান সহকারীর পদটি শূণ্য রয়েছে। উপজেলার পরিবার পরিকল্পানার কর্মকর্তার কয়েকটি পদ শূণ্য রয়েছে।
স্থানীয় প্রসাশন এসব পূর্নাঙ্গ শূণ্য পদ পূরনের জন্য সরকারের সংশ্লীস্ট দপ্তরকে জানানের পরও পূরণ হচ্ছেনা। জনস্বার্র্থে আড়াইহাজার বাসী স্থানীয় এম.পি আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর হস্তক্ষেপ কামনা করেছেন।