আড়াইহাজারে স্কুল ছাত্রীর রুমি হত্যার প্রধান আসামী আজিজুল গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার স্কুল ছাত্রী রুমি আক্তার(১৫) হত্যার ৩দিন পর প্রধান আসামী আজিজুল হক(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেল মঙ্গলবার ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্কুল পড়–য়া নবম শ্রেণীর ছাত্রী রুমী আক্তার(১৫) হত্যার তিন দিন পর আড়াইহাজার থানার এস.আই এনামুল মোবাইল ফোন ট্যাকিং করে উপজেলার মাউরাদী গ্রামরে লোকমান হোসেনের ছেলে আজিজুল হক(২৪) কে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় গোপণ সংবাদের ভিত্তিতে মাউরাদী এলাকা থেকে গ্রেফতার করেছে। বিকাল আছর নামাজের পর স্কুল ছাত্রী রুমি আক্তারের জানাযার নামাজ শেষে পারিবারীক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করে। জানাযার নামাজে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, গণ্যমান্যা, ও রাজনৈতিক দলের নেতা কমীরা অংশ গ্রহন করেন। এই হত্যাকান্ডর ঘঠনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য কর দেখা সৃষ্টি হচ্ছে।
এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মোঃ সাখোয়াত হোসেন জানান, পুলিশের কাছে প্রাথমিক ভাবে আজিজুল হক হত্যার ঘঠনা স্বীকার করেছেন।