আড়াইহাজার এক গৃহবধু যৌতুকের টাকা না দেওয়া নির্যাতনে স্বীকার
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার সাঁতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকার ৩ সন্তানের জননী যৌতুকের টাকা পিতৃালয় থেকে না দেওয়ায় গৃহ বধুকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে শুশুড় বাড়ির লোকজনেরা।
জানাযায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রামের হুমায়নের স্ত্রী খাদিজা বেগম (৩০) কে শুশুর বাড়ির দেবর জামির হোসেন, শাশুরী হালিমা এবং ননদ আমেনা আক্তার মিলে খাদিজা কে যৌতুকের টাকা দেওয়ার জন্য বললে। খাদিজা যৌতুকের টাকা দিতে পারবেনা বললে তাকে লাঠিশোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গিয়েছে। খাদিজার আতœচিৎকারে আশে পাশের লোকজন এসে খাদিজা কে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খাদিজার বাবা মোতালেব মেয়ের পক্ষে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। অভিযোগে জানাযায়, দীর্ঘদিন ধরে খাদিজার স্বামী মালয়েশিয়া প্রবাসী বেকার থাকায়। খাদিজার স্বামীকে দেশে ফিড়িয়ে আনার নামে টাকা চাইলে খাদিজা প্রত্যাখ্যান করে। এইনিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। বর্তমানে চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি শাখোয়াত হোসেন এই অভিযোগের কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।