আড়াইহাজার পৌরসভায় প্রায় ২৭লক্ষ টাকার কাজ ৭লক্ষ টাকায় সম্পূর্ণ
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা এলাকার আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইটখোলা হয়ে গাজীপুরা বাজার পর্যন্ত ১২৫০ মিটার(প্রায়) রাস্তাটি সস্কারের জন্য প্রায় ২৭ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়। এই কাজটি ফাইভ ষ্টার প্রোপাটর মোঃ শরিফউল ইসলামের নামে টেন্ডার নিয়ে মেয়র হাবিবুর রহমান নিজে রাস্তাটি সস্করের কাজ করেন । রাস্তাটি ভাল ভাবে কারপেটিং করে নতুন ভাবে সিলকোট দেওয়ার কথা সিডিউলে উল্লেখ থাকলেও তা না মেনে নিজ মনগড়া মত রাস্তার পুরানো সিলকোট না তুলে এবং ভাংঙ্গা স্থান গুলো কারপেটিং না এবং কিছু অংশ বাদ রেখে রাস্তাটিতে নামে মাত্র সিলকোট দিয়ে সম্পূর্ণ করেছে মেয়র হাবিবুর রহমান।
এলাকাবাসি জানায়, যে নিয়মে রাস্তাটি সংস্কার করা হয়েছে তাতে ৬ থেকে ৭ লক্ষ টাকার বেশি ব্যায় হয় নি রাস্তাটি, ৬ মাস টিকবে কিনা সন্দেহ রয়েছে। তারা আরও জানায়, রাস্তাটি মনিডরিং করতে ইঞ্জিনিয়ার আসেনি। পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মোঃ আলী আকবর জানায়, রাস্তাটি সস্কারের জন্য ২৭ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। কাজটি পেয়েছে ফাইভ ষ্টার নামে প্রতিষ্টান । ঐ প্রতিষ্টানের নামে টেন্ডার নিয়ে মেয়র হাবিবুর রহমার রাস্তার কাজ করেন। বার বার চেষ্টা করেও মেয়র হাবিবুর এর সাথে যোগাযোগ করলে এই ব্যাপারে তিনি মুখ খোলেন নি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাদিক কাউন্সেরার জানায়, আড়াইহাজার পৌরসভার রাস্তা সস্কারের জন্য বড় অংকের টাকা বরাদ্ধ হওয়া রাস্তা গুলো মেয়র নিজের লোকদের নামে টেন্ডার নিয়ে, নামে মাত্র সস্কার কাজ করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। যে ওয়ার্ডে মেয়র কাজ করেন সেই ওয়ার্ডে কাউন্সেরা বলার কিছু থাকে না। আড়াইহাজার পৌর বাসির দাবি পৌর উন্নয়নের কাজ মেয়র নিজে না করে কন্টাকটারদের মাধ্যমে কাজ হলে যথাযথ কাজ হবে বলে মনে করে। আড়াইহাজার পৌর মেয়র যে রাস্তা গুলো করেছে তা সরো জমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কতৃপক্ষের নিকট দাবী পৌরবাসির।