আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন হাজী ইকবাল হোসেন মোল্লা
নারায়নগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জনসমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হচ্ছেন। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও উঠানবৈঠক। একদিকে দলীয় মনোনয়ন পাওয়া, অন্যদিকে জনগণের রায়ের মাধ্যমে নির্বাচনে ভোটের হিসাবের নতুন অংক কষা। সম্ভাব্য প্রার্থীরা জানেন দলীয় মনোনয়ন ও পৌরবাসীর সমর্থন একতালে কাজ করে গেলেই কেবল জয়ী হওয়া সম্ভব। অত্র পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদের নাম নৌকার মনোনয়ন প্রত্যাশীর তালিকায় থাকলেও তরুণ, ক্লিন ইমেজ, তার ভদ্র আচরণ ও যোগ্যতার নিরিখে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র ভাগ্নে ইকবাল হোসেন মোল্লার নামই নৌকা প্রতীক পাওয়ার রেইসে ব্যাপকভাবে উঠে আসছে এবং জনসাধারণও তাকে নৌকা প্রতীক দেয়ার পক্ষে মতামত দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তিনি উঠানবৈঠক ও গণসংযোগের মাধ্যমে জনগণের সমর্থন নিচ্ছেন এবং দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার পাল্লা ভারী বলেই গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও জনসাধারণ। তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন ও কল্যান সাধনে নতুন চিন্তার অবকাশ নিয়ে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন বলে দাবী স্থানীয়দের। সম্প্রতি তিনি অত্র পৌরসভার ১-৯ সকল ওয়ার্ডে গণসংযোগ ও সকল ওয়ার্ডে একাধিক উঠানবৈঠক করেছেন বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে। প্রতিটি ওয়ার্ডেই তার কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কমিটির অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। তার উপস্থিতিতে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় এবং আগামী নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন আনতে পারলে স্থানীয়রা তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবেন বলে তাকে আশ্বস্ত করেন। এদিকে ইকবাল হোসেন মোল্লা বিজয়ী হলে পৌরবাসীর সুবিধার দিকগুলো এবং সেবার বিষয়গুলো অগ্রাধীকার দিয়ে মাদক নির্মূল, সন্ত্রাস দূরীকরণ ও একটি আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাবার কথা তিনি তার বক্তব্যে উল্লেখ করে যাচ্ছেন। তাছাড়া আড়াইহাজারের উন্নয়নে সর্বত্র নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও অত্র আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। ইকবাল হোসেন মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সার্বিক কল্যাণে এমপি বাবু’র সার্বিক পরামর্শে ও নির্দেশনায় পৌরসভার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করে যাচ্ছেন। উল্লেখ্য ২০১২ সালে অত্র পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৭.৯২ বর্গ কিঃ মিঃ আয়তনের এ পৌরসভা ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৩৪,৮৬০ জনসংখ্যার মধ্য থেকে মোট ভোটার ১৭ হাজার ১৩৭ জন। এখানে ৬ জুলাই ২০১৩ সালে প্রথমবারের মত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে তালা প্রতীক নিয়ে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।