আড়াইহাজার মানব দরদী ইসলামী ডিবিএস মাল্টিপারপার্স প্রায় ১কোটি টাকা নিয়ে উধাও
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়য়ণগঞ্জ আড়াইহাজার মানবদরদী ইসলামী ডিবিএস মাল্টিপারপার্স কর্মকর্তারা প্রায় ১কোটি টাকা নিয়ে উধাও গিয়েছে। সমবায় কর্মকর্তারা অতি উৎসাহিত। ভুক্তভূগিরা জানায়, আড়াইহাজার উপজেলা ইলুমদী বঙ্গারবাজার মানবদী দরদী ইসলামী ডিপিএস দুটি শাখা খুলে প্রতিটি এলাকায় সঞ্চয় আমানত ও শেয়ার হোল্ডার ঋণ দেওয়ার নামে প্রায় দেড় হাজার সাধারণ মানুষের কাছ থেকে খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আব্দুল কাদের এর পুত্র আমান উল্লাহ(৩৫) ও হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামের আব্দুল আউয়াল (৪০) এদের পরিচালনায় আড়াইহাজার উপজেলার সমবায় অফিস থেকে মানব দরদী ইসলামী ডিবিএস মাল্টিপারপার্স যাহার রেজী নংঃ ২৩৯/২০১০ সনে অনুমতি নিয়ে প্রতিটি এলাকায় সাধারণ লোকদের কাছ থেকে প্রতারণা মূলক টাকা উত্তলন করে তারা এলাকা ছেড়ে অফিস তালা দিয়ে পালিয়ে গিয়েছে। তারা আরও জানান, এই অফিসে মাঠ পর্যায়ের কাজের জন্য ৬জন মেয়ে কে চাকুরি দিয়েছিল। তারা হলেন, নাজমা বেগম(২৫), মাজেদা (২২) সহ তারা গ্রাম পর্যায়ে কাজ করত। এই ব্যাপারে দয়াকান্দা গ্রামের নাসিমা, আলেহা, পারভিন, করিমন, লিপি আক্তার, মহাসিন, মাহাবুব, রোমানা বেগম. আসমা আক্তার, বাবুল, ফারুক, আব্দুল আলী সহ আড়াইহাজার সমবায় অফিসে অভিযোগ জানালে, দায়ীত্ব থাকা সমবায় কর্মকর্তা রিনা বসক জানান, আমি নতুন দায়ীত্ব নিয়েছি। বিষয়টা আমাকে ভালভাবে জানান। আমি সমিতির কর্মকর্তাদেরকে ডেকে এনে ব্যবস্থা নিব। নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার জানান, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নিব।