উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবেশ দুষণ করছে পরিছন্ন কর্মী সখিনা ॥ রোগিরা রোগজীবানু ঝুঁকিতে
নিউজ বাংলা রিপোর্ট:-
নারায়নগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটার জীবানু মুক্ত করার পরিবর্তে জীবনু যুক্ত করছে হাসপাতালের পরিছন্ন কর্মী সখিনা। হাসপাতালের রোগিদের ব্যবহৃত ময়লা ও জীবানু যুক্ত চাদর, কম্বল ও বালিশের কভার হাসপাতালের টয়লেটে নিয়ে নামে মাত্র ধুয়ে অপারেশন থিয়েটারের কক্ষে শুকাচ্ছে। এতে করে জীবানুযুক্ত চাদর আরও রোগ জীবানুযুক্ত হচ্ছে। তাতে করে রোগিদের চিকিৎসায় সুফল পাচ্ছেনা এবং রোগিরা আরও রোগাক্রান্ত হচ্ছে। রোগিরা সম্পূর্ণ পরিবেশ দুষণের কবলে রয়েছে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গতকাল সোমবার সরে জমিনে গিয়ে দেখা যায়, অপারেশন খিয়েটারের টয়লেটে রোগিদের ব্যবহৃত বেডের চাদর ভিজানো। হাসপাতালের মেজে ব্যবহারের জন্য ভিলিচিং পাওয়াড দিয়ে কাপর কাচার জন্য রাখা হয়েছে। কিছু কাপড় অপারেশন থিয়েটারের পবেশ পথে শুকাতে দেয়া হয়েছে।
এ ব্যপারে ওয়ার্ডের একাধির রোগি জানান, তাদের যে সকল বিছানার চাদর দেয়া হয় তাতে বিভিন্ন ধরনের দাগ ও অপরিস্কার দেখা যায়। বালিশ গুলি থেকে দুর্গন্ধ আসে।
এ ব্যপারে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোঃ হাবিবুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি সরে জমিনে গিয়ে দেখেছি অপরিছন্ন ভাবে রোগিদের বিছানার কাপড় ধোয়া হচ্ছে টয়লেটে এতে করে রোগিরা রোগজীবানু ঝুঁকিতে রয়েছে। এ ব্যবপারে ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতালের এক নার্স জানান, পরিছন্ন কর্মী সখিনা আড়াই হাজারের মেয়ে হলেও সে ২০ বছর যাবত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে যাচ্ছে। সে বন্দরের বাগবাড়ি এলাকায় ৩য় স্বামীর প্রভাব খাটিয়ে রোগিদের সাথে খারাপ আচরণসহ মন মতো কাজ করে যাচ্ছে। হাসপাতালের সকল কাপড় ধোয়ার কাজ নেয় মা এন্টার প্রাইজ। কিন্তু সে মা এন্টার প্রাইজ থেকে সাব ঠিকাদারি নিয়ে হাসপাতালের কাপড় সাহপাতালেই ধোয়ে দিচ্ছেন।
এ ব্যপারে জেলা সিভিল সার্জন অতুল চন্দ্র দাসের সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি জানা ছিল। তবে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেয়া হবে।