উৎমাছড়া যেন নতুন এক সুন্দর্য্য নতুন এক বিছনাকান্দি (ভিডিও)
দুই পাশের ধানখেতে চড়ুই-টিয়ার ওড়াউড়ি। চোখ বন্ধ করে আমন ধানের কাঁচা-পাকা ঘ্রাণ নিতে নিতে অবস্থান চড়ারবাজার। সময় গড়িয়ে যাচ্ছে, এবার ১৫ মিনিটের হাঁটা রাস্তায় পৌঁছে গেলাম সিলেটের সীমান্তবর্তী উপজেলার উত্তর রনিখাই গ্রামের উৎমাছড়া। গ্রামের বাড়িগুলো বেশ চোখে লাগার মতো। হাঁটুপানিতে নেমে পাথর আর কয়লা সংগ্রহ করছে গ্রামের মানুষ। মানচিত্র বলছে, ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই অবস্থান সিলেটের অন্যতম সুন্দরতম এই স্থানটির। বৃষ্টির জন্য তো চেরাপুঞ্জির নাম সবার ওপরে। তাই বর্ষার সময় এখানেও এই রোদ, এই বৃষ্টি।
যেভাবে যাওয়া যাবে ….
দেশের যেকোনো প্রান্ত থেকে সুবিধামতো বাহনে সিলেট আসতে হবে। সিলেট শহর থেকে উৎমাছড়ায় সড়ক ও নৌপথে যাওয়া যায়। সড়কপথে যেতে সিলেট শহরের আম্বরখানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে যেতে হবে। ভাড়া নেবে জনপ্রতি ২৫০ টাকা। ভ্রমণসঙ্গীর সংখ্যা বেশি থাকলে সরাসরি অটোরিকশা বা লেগুনা রিজার্ভ নেওয়া ভালো। সে ক্ষেত্রে ভাড়া পড়বে ৩ থেকে ৪ হাজার টাকা। ভোলাগঞ্জ থেকে নৌকা ভাড়া করতে হয়। সময়ভেদে ভাড়া ৫০০ থেকে ১ হাজার টাকায় দয়ারবাজ। সেখান থেকে অটোরিকশায় চড়ারবাজার ভাড়া নেবে জনপ্রতি ৫০ টাকা।
নৌপথে আগ্রহী হলে সিলেট শহরের সালুটিকর ও উমাইরগাঁও যেতে হবে। সেখান থেকে সরাসরি ভোলাগঞ্জের নৌকা ভাড়া করা যায়। ভাড়া পড়বে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৯০০ টাকা।