এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে পেরাবো, পঞ্চমীঘাট ও সাদিপুর উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলার পেরাবো, পঞ্চমীঘাট ও সাদিপুর উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। আজ ২৬.০১.১৭ তাং বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবিবাভক প্রতিনিধি হাজী সগির আহম্মেদের সভাপতিত্বে আসন্ন এএসসি পরিক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্বধর্না দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের কো-আপ সদস্য মোহাম্মদ হোসেন খোকন মোল্ল্যাহ অত্র বিদ্যালয় থেকে গত জেএসসি পরিক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত ১১ জনকে ১ হাজার ও এ+ প্রাপ্ত ২০ জনকে ৫শ টাকা করে ২১ হাজার টাকা, অভিবাবক সদস্য হাজী মো. তোফাজ্জল হোসেন গত এসএসসি পরিক্ষায় এ+ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে ১ হাজার ও জেএসসি পরিক্ষায় গোল্ডেন এ+ এবং এ+ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে ৫শ টাকা করে মোট ৩৮ হাজার ৫শ টাকা প্রদান করেন। অপর অভিবাভক সদস্য হাজী মো. সগির আহম্মেদ গত এসএসসি পরিক্ষায় এ+ প্রাপ্তদের মধ্যে ৩৮ হাজার টাকা প্রদান করছেন। তাছাড়া অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আহসান উল্যাহ মনি এ বছরের হতদরিদ্র ১০ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম পূরনের সম্পূর্ন টাকা দিয়েছেন। তাদের ক্রেষ্ট প্রদান শেষে আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান দেওয়ান, অভিবাভক সদস্য শ্রী রুপন পাল, মো. সাদেক মিয়া, জিয়াছমিন বেগম, পিপিএ সভাপতি কামরুল ইসলাম শাহিন সহ সাবেক সদস্য এমদাদুল হক, মো. আশরাফুল, কাজী গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, মো. হোসেন, শারমিন আক্তার, হাফিজ উদ্দিন ভূঁইয়া, আজহারুল ও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিবাভকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে, সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজে এডক কমিটির সভাপতি ও সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্যার সভাপতিত্বে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক মিয়া, শিক্ষক প্রতিনিধি জহিরুল হক, কাজহরদী সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি আশরাফ আলী, শিক্ষক অভিবাভক সমিতি (পিটিএ) সভাপতি গোলজার হোসেন, সাবেক দাতা সদস্য মো. আবুল বাশার, সাবেক সদস্য সৈয়দ মেজবাহ উদ্দিন স্বপন, সাবেক সদস্য শাহজাহান মিয়া, সাবেক সদস্য আব্দুল মতিনসহ অত্র বিদ্রালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিবাভকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুরুপ ভাবে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।