কাইনালী ভিটা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের কাইনালী ভিটা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ে কোরআন তেলোয়াতের পর স্কুলের প্রধান শিক্ষিকা মোসা: সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব মো. হোসাইন মুন্সি বক্তব্যকালে বলেন, আমি যখন এই স্কুলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি, তখন ৯জন শিক্ষার্থী ও একজন শিক্ষক ছিলো।
এ সময় তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়, আমাদের এমপি সেলিম ওসমান ও আমাদের সুযোগ্য চেয়ারম্যান গাজ্বী আলহাজ্ব এম এ সালাম সাহেবের সুদৃষ্টিতে এই স্কুলটি আজ অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
যার ফলে এখন এই স্কুলে শিক্ষক ৫ জন এবং শিক্ষার্থী আছে প্রায় ১৫০জন।
তাছাড়া তিনি এলাকাবাসীকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা এই বিদ্যালয়ের প্রতি সু নজর রাখবেন এবং আপনাদের সন্তানদের সু শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যালয়ে ভর্তি করবেন।
কারন আজকের শিশু আগামী দিনের উজ্জল নক্ষত্র।
পরে মোনাজাতের মাধ্যেমে উপস্থিত গন্যমান্য ব্যাক্তি বর্গ আগামী পি এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮জন বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন ।
সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে স্কেল ও কলম বিতরণ করেন অতিথিবৃন্দরা।
আয়োজিত অনুষ্ঠানে তন্ময় স্ট্যাডি হোম এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষিকা মোসা: সিমলা আক্তার, মোসা: তাছলিমা আক্তার, মোসা: নারগিস আক্তার ও মোসা: সুমি আক্তার সহ পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. তাওলাদ মুন্সি, আলহাজ্ব মো. আজিদ মিয়া, বিদালয়ের ম্যনেজিং কমিটির সহ সভপতি মো. মোক্তার হোসেন, সি এন এন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আলমগীর ভূঁইয়া, মো. কালাম মিয়া, আ:গাফফার হোসেন সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *