চেয়ারম্যান সালামের আপ্রান চেষ্টায় মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন চলছে—-
(এম এম আলমগীর ভূঁইয়া):-
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গঁড়ার লক্ষ বাস্তবায়ন করতে, চেয়ারম্যান সালামের আপ্রান চেষ্টায় নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। বিগত দিনে নানাবিধ উন্নয়নের পরে, এবার মদনপুর ইউনিয়ন বাসীকে উপহার দিচ্ছেন, প্রায় চার হাজার ফুট দৈর্ঘের সি সি ঢাঁলাই বেষ্টিত আধুনিক একটি সড়ক। সূত্রে জানা যায়, চেয়ারম্যান সালামের বিশেষ অনুরোধে, নারায়নগঞ্জ (৫) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমানের অর্থায়নে, ১২ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতা এবং প্রায় ৪ হাজার ফুট দৈর্ঘের নির্মিত হবে এ সড়কটি। ফলে, সাধারন জনতার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জল হওয়ার পাশা-পাশি নানা দূর্ভোগ হতে মুক্তি পাবে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ৯নং ওয়ার্ডের কাইনলিভিটা সরকারী প্রার্থমিক বিদ্যালয় থেকে- দোবারিয়া, লাউসার এলাকা পর্যন্ত রাস্তাটির নির্মান কাজ শুরু হয়েছে। এতে, মদনপুর বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গঁড়ার লক্ষ আংশিক পূরন হবে। সরেজমিনে দেখা যায়, রাস্তা নির্মানে বিশেষ ভাবে তদারকি করছেন, ৯নং ওয়ার্ড মেম্বার মো. হোসাইন মুন্সি। হোসাইন মুন্সি বলেন, সালাম চেয়ারম্যান মদনপুরে যে ভাবে উন্নয়ন করে যাচ্ছেন, তাতে প্রধানমন্ত্রী ও এমপি সহ চেয়ারম্যান সালামকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ সময় তিনি আরও বলেন, সাবেক চেয়ারম্যানদের আমলে এতটা উন্নয়ন হয়নি মদনপুরে। আগামী জুন মাসের প্রথম সাপ্তাহে রাস্তাটির কাজ শেষ হবে বলে আস্বাষ প্রদান করেন, মেম্বার হোসাইন মুন্সি। এ ব্যাপারে চেয়ারম্যান সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঁড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা যথাসাধ্যে অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাষ এদেশের মানুষ আবারও আওয়ামী লীগের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্ব উপহার দিবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, বাংলার মানুষ আওয়ামী লীগের পাশে থাকবেন। অন্যদিকে, সাংসদ একে এম সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালাম বলেন, এই রকম এমপি প্রতিটা থানায় থাকলে দেশ এগিয়ে যেতে বেশি দিন লাগবে না। এমপি সাহেব যে ভাবে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ রাস্তা ঘাটের উন্নয়ন কাজ করে যাচ্ছেন, এতে বন্দর বাসীর অনেক দু:খ, দূর্দশা কমতির দিকে। এ সময় তিনি আরও বলেন, আমার বিশ্বাষ একমাত্র আওয়ামী লীগই পারবে এদেশ থেকে দারিদ্রতা দূর করতে। তাই আমি প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সহ এমপি সেলিম ওসমান সাহেবের জন্য, মহান আল্লাহ্ পাকের কাছে দীর্ঘায়ু প্রার্থনা করছি।