জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কাঙ্গালীভোজ অনুষ্ঠানে বাছেদ মজুমদার
স্টাফ রির্পোটার:-
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এড. বাছেদ মজুমদার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল সহ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. আলমাস ভূঁইয়া এবং শীর্ষ নেতাকর্মীরা।
এসময় থানা আ:লীগ নেতা মো. রোমান হোসাইনের উদ্যেগে, ধামগড় ইউনিয়নের চাঁন মার্কেট এলাকায় আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে, মোনাজাতের মাধ্যেমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাৎ কামনা সহ দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।
মোনাজাত শেষে অসহায় দু:স্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান, থানা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. মনির হোসেন খাঁন, মো. জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন আনু, রুহুল আমিন, নিরাঞ্জন, বিল্লাল সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।