জাতীয় শোক দিবস উপলক্ষে চেয়ারম্যান মাসুম আহম্মেদের বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ
এস এম আলমগীর ভূঁইয়া:- আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চেয়ারম্যান মাসুম আহম্মেদ বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেছেন। গত বুধবার ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও অসহায় মানুষের সাথী আলহাজ্ব মাসুম আহম্মেদ একান্ত এক স্বাক্ষাতকারে ১৫ ই আগষ্ট ২০১৬ কে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, দেশ প্রেমী লাখো শহিদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ। তাই এই দিনে আমার ও ধামগড় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সেই সব বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে গভীর শোক প্রকাশ করছি। তাছাড়া চেয়ারম্যান মাসুম জঙ্গিবাদদের হুসিয়ারী দিয়ে বলেন, এই দেশ স্বাধীন দেশ। এই দেশে কোন প্রকার ষরযন্ত্র করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।যারা জঙ্গিগোষ্টীর সাথে জড়িত আছেন,তারা ভাল হয়ে যান। এই দেশকে রক্ষা করতে আমরা সর্বদা প্রস্তুত ।