জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দরে শোক র্যালি
নিজস্ব সংবাদদাতা
জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দরে লোক ল্যালি করেছে বন্দর নগর যুবলীগ। গতকাল শনিবার বিকেলে সাড়ে ৪টায় বন্দর নগর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরের নেতৃত্বে শোক র্যালিতে অংশ গ্রহণ করেন, বন্দর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, কেন্দ্রীয় হকার্স লীগ নেতা আবুল কালাম বাসু, সোহেল, বন্দর অটো রিকশা শ্রমিক কমিটির সভাপতি তপন খান, শ্রমিক আলী হোসেন, সালাউদ্দিন, জামান, যুবলীগ নেতা কাজী শাহীন, আঃ কুদ্দুস, তপন সিকদার, কাজী কবির, উজ্জল কালা, কাজী রেদওয়ান, কাজী আবির, মাঝি সমিতির সভাপতি শরীফ, রফিকুল প্রমুখ। শোক র্যালিটি বন্দর বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অবশেষে শহরের চাষাঢ়ায় শোক র্যালিতে যোগদেন।