জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম (প্রেসক্লাবের) বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ
নিজস্ব সংবাদদাতা :- আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও জানালিষ্ট ফোরাম প্রেসক্লাব) এর পক্ষ থেকে আগাম বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম (প্রেসক্লাব) এর নয়াপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত, ক্লাবের সভাপতি জাকির হোসেন ঝন্টুর সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্লাবের সভাপতি জাকির হোসেন ঝন্টু, সহ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক এস এম আলমগীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ সহ সংশ্লিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে আগামী ১৫ ই আগষ্ট ২০১৬ কে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। এ সময়, উপস্থিত সংশ্লিষ্ট সাংবাদিক বৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও সকল বীর শহিদদের স্বরন করে বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেন। শোক সভায় এস এম আলমগীর ভূঁইয়া বক্তিতায় বলেন, দেশ প্রেমী লাখো শহিদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে ঠাঁই পাওয়া আমাদের এই বাংলাদেশ। এই দেশে কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না। যারা জঙ্গিগোষ্ঠীর সাথে জড়িত আছেন, তারা ভাল হয়ে যান। অন্যথায় আমাদের মত বাংলা প্রেমী বাংলাদেশী আপনাদের কঠোর হস্তে দমন করবে। কারন বাংলা আমার দেশ, বাংলা আমার অহংকার। এই দেশকে স্বাধীন করতে লাখো লাখো বাঙালী শহিদ হয়েছেন। আমারাও কলমের লিখুনীর মাধ্যেমে এ দেশকে বাঁচাতে সর্বদা প্রস্তুত আছি।