‘টার্গেট’-এ নায়লা নাঈম

এবার ‘টার্গেট’ ছবির আইটেম গানে নাচলেন আলোচিত ও সমালোচিত মডেল নায়লা নাঈম।

সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে। সম্প্রতি কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়েছে। শুটিংয়ে  আরও ছিলেন আনিসুর রহমান মিলন, নিরব, মিশা সওদাগর ও ডন প্রমুখ।

এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবির আইটেম গানে নেচে আলোচনায় আসেন মডেল নায়লা নাঈম।

মুক্তির অপেক্ষায় থাকা হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ ছবির আইটেম গানেও কোমর দুলিয়েছেন তিনি।

গত ঈদুল আজহায় মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘মাস্তি আনলিমিটেড’ নাটকে ‘জান ও বেবি’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা গেছে তাকে। এবার তিনি যুক্ত হলেন ‘টার্গেট’ ছবির ‘ধোঁয়া’ শিরোনামের গানে।

গানটি লিখেছেন সোমেশ্বর অলি। শওকত আলী ইমনের সুর ও সংগীতে এটি গেয়েছেন লেমিস। গানটির নৃত্য পরিচালনা করেছেন খালিদ, চিত্রগ্রহণে ছিলেন হৃদয় সরকার। ছবি মুক্তির আগেই অনলাইনে দেখা যাবে ‘ধোঁয়া’র ভিডিও।

ছবিটির অন্য অভিনয় শিল্পীরা হলেন- আইরিন, অমৃতা, তানভীর, সানজিদা তন্ময় ও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela