ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলিঃ মোশারফ হোসেন
নারায়নগঞ্জ প্রতিনিধি:-
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এ দিনটি বাঙ্গালীর জন্য শোকের ও বেদনার। তাই এ শোকের দিন উপলক্ষ্যে ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান ‘স্বাধীনতার মূল স্থপতি, বাংলাদেশের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর ও তাঁর পরিবারের সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও মহান আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এই কামনা করছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ হোক আমাদের চলার পথ। তাঁর আদর্শে বলীয়ান হয়ে আমরা দেশ সেবায় এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছি। এ মহান নেতাকে হারানোর পর ৪২ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শের পথ ছাঁড়িনি, কারণ তিনিই আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ দায়িত্ব আপনার, আমার ও সবার। আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি’।