নতুন লোগো উন্মোচন করতে যাচ্ছে ‘এসকে ব্যাগ’
বুধবার সন্ধ্যা ৬ টায় ‘এসকে ব্যাগ’ গাজীপুরে তাদের নিজস্ব অফিসে কোম্পানির নতুন লোগো উন্মোচন করতে যাচ্ছে। গত বছর থেকে কোম্পানিটি বাজারে থাকলেও এবারই প্রথমবার তারা আনুষ্ঠানিক ভাবে তাদের নতুন লোগো উন্মোচন করছে।
‘এসকে’ বাংলাদেশের সবচেয়ে বড় অবুননকৃত ব্যাগ কারখানার মধ্যে অন্যতম। ২০১৫ সাল থেকে এস কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সব ধরণের ব্যাগ ও প্যাকেজিং এর চাহিদা পূরণ করে আসছে। কোম্পানিটি বিভিন্ন ধরণের রেঁস্তোরার ব্যাগ, শপিং ব্যাগ, খাম, বালিশ কভার ও কাস্টমাইজড ব্যাগ তৈরী করে। কোম্পানির নান্দনিক বুদ্ধিমান কর্মচারীরা ক্রেতার প্রয়োজন মত তাদের ব্যান্ডের জন্য উপযুক্ত রঙ বাছাই করে কাজ করে। ‘সিএসআর’ এর অংশ হিসেবে ‘এসকে’ প্রতিবন্ধীদের কাজের সুযোগ দিয়ে থাকে। ‘এসকে’ এর ভবিশ্যত লক্ষ তাদের শিল্পকর্মের সাহায্যে বাংলাদেশের প্রথম সারির ব্রান্ডের সঙ্গে একসাথে কাজ করা। কোম্পানিটি নেতৃস্থানীয় ব্রান্ড হয়ে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরী করতে চায়। পরিবেশকে মাথায় রেখে কোম্পানি ইকো-পরিবেশবান্ধব উপাদান ব্যবহারে সচেষ্ট থাকে। ‘এসকে’ ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। তাই সৃষ্টির এই রঙিন যাত্রায় অংশীদার হতে আপনাদের স্বাগতম জানিয়েছে ‘এসকে ব্যাগ’।