না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি আনোয়ারুল কবির ভূঁইয়ার দিনভর গণসংযোগ

বিশেষ প্রতিবেদক:-
শনিবার সকাল ১০টা থেকে সমগ্র দিনব্যাপী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন পূঁজি বাজার বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি আনোয়ারুল কবির ভূঁইয়া। কর্মসূচির অংশ হিসেবে গতকাল তিনি মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যারা নতুন ভোটার হওয়ার জন্য আসেন এমন শত শত নারী পুরুষের সাথে মত বিনিময় করেন এবং এলাকার সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। উপস্থিত জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন তার সাথে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি গণসংযোগকালে বলেন, আল্লাহ চাইলে আওয়ামী লীগের মনোনয়ন পেলে আগামী নির্বাচনে আমি সোনারগাঁও বাসীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। আমি আপনাদের দোয়া এবং সহযোগীতায় যদি সোনারগাঁয়ের এমপি হতে পাড়ি তাহলে প্রথমেই সোনারগাঁকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব এবং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে সোনারগাঁকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ। গণসংযোগের সময় আনোয়ারুল কবির ভূইয়ার সাথে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি কবি জামান ভূইয়া, জামপুর ইউনিয়ন সেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোমেন ভূইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ কবির ভূঁইয়া সুমন, জামপুর ইউনিয়ন শ্রমীক লীগের সাধারণ সম্পাদক ওসমান ভূইয়া, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মশিউর রহমান উজ্জল ও জামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউল হক সহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *