নারায়নগঞ্জ আ: লীগের রাজনীতিতে এক আলকাঁতরা সুন্দরীর আর্বিভাব ——আলহাজ্ব গাজী এম এ সালাম
নারায়নগঞ্জ প্রতিবেদক:-
নারায়নগঞ্জ আ: লীগের রাজনীতিতে এক আলকাঁতরা সুন্দরীর আর্বিভাব। মনে রাখবেন, বেশ ধরে ভাব দেখালে মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হতে চাইলে, মনুষত্য অর্জন করতে হবে। নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালাকে উদ্দেশ্যে করে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম গতকাল এক আলোচনায় এ সব কথা বলেন। ওসমান পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যেম ও গণমাধ্যেমে প্রকাশিত অশব্য ভাষায় গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন মাহমুদা মালা। এরই সূত্র ধরে সালাম চেয়ারম্যান মাহমুদা মালাকে উদ্দেশ্যে করে আরও বলেন, আয়নাতে আগে নিজের চেহারাটা দেখুন। তার পর মন্তব্য করুন। খাঁন সাহেব ওসমান আলী, একে এম শামসুজ্জোহা, নাসিম ওসমান, সেলিম ওসমান ও একে এম শামীম ওসমান তারা নারায়নগঞ্জের উজ্জল নক্ষ্যত্র। তাদের সুনাম নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি গলার মালা হোন আর ফুলের মালা হোন, তাতে আমাদের কিছু আসে যায় না। আমার ভাবতে অবাক লাগে, আপনার মতো মেয়ে কি ভাবে আওয়ামী লীগে জায়গা পেলেন? আমি মনে করি আওয়ামী লীগে থাকার আপনার কোন যোগ্যতাই নেই। তাছাড়া তিনি আরও বলেন, শামীম ওসমান নারায়নগঞ্জের পতিতাপল্লী উচ্ছেদ করেছেন। এতে আপনাদের অনেক লোকসান হচ্ছে মনে হয় ? আমার মনে হয় শামীম ওসমান একজন সাহসী সংসদ সদস্য এটাই আপনাদের জ্বালা। অন্যথায় এই জ্বালার কারন কি আজ জানতে খুব ইচ্ছে করছে। ওসমান পরিবারের লোক আর আ: লীগের কর্মী হিসেবে যদি জানতে না পারি, তবে বুঝে নিবো, আপনারা তাদের দলের একজন।