নয়াপুর খেলার মাঠের বেহাল দশা ॥ উন্নয়ণে কেউ এগিয়ে আসছেনা
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাস্থ নয়াপুর খেলার মাঠটির বেহাল দশা। মাঠটির উন্নয়ণে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার দাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের। ২০০৯ সালে এলাকার উৎসুক ক্রীড়াবিদদের সহযোগিতায় নয়াপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামের একটি ক্রীড়া একাডেমী স্থাপিত হয়। এ সংগঠনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্ঠায় মাঠটি প্রভাবশালীদের দখলের লালসার হাত থেকে রক্ষা করে এবং এ মাঠে প্রতি বছরই ফুটবল, বলিবল, ক্রিকেট টুর্ণামেন্টসহ বিভিন্ন খেলা-ধূলার আয়োজন করছে এ সংগঠন। এ সরকারের আমলে মাঠের কিছু অংশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও মাঠের তিন দিকই খোলা রয়েছে। ফলে মাঠের সঠিক সংরক্ষণ করা দায় হয়ে পড়েছে। এখানে প্রতিনিয়ত যত্রতত্র গাড়ী পার্কিং, বাজার বসা, অশালিন লোকজনের আড্ডায় পরিণত হচ্ছে। তাছাড়াও বাজারের মানসম্মত কোনো শৌচাগার না থাকায় অত্র মাঠের ভিতর এসব প্রকৃতিক কাজ করছে মানুষ। ফলে মাঠ আর্বজনাযুক্ত হয়ে পড়ছে। স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার প্রধান পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ স্থাপিত হলেও এখানের ক্রীড়া একাডেমির কোনো ফান্ড না থাকায় এ মাঠটির উন্নয়ণ করতে পারছেনা অত্র একাডেমির সদস্যরা। মাঠটির উন্নয়ণে স্থানীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকতা ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান কতৃপক্ষকে এগিয়ে আসতে জোর দাবী জানান বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সংশ্লিষ্টরা।