প্রধান অতিথি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সনমান্দী ইউনিয়নে ইপটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ- সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে ইপটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের সফল চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ। এ সময় প্রধান অতিথি চেয়ারম্যান জিন্নাহ বলেন, ইপটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে এবং জাতি গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, নারীরা হচ্ছে মায়ের জাত আর মায়েরাই পারে সন্তানদের সু-শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তুলে জাতির উচ্চ শিহরে পৌঁছে দিতে। তাই নারীদের সমাজে আরো কর্মক্ষম করতে উৎসাহিত করা বাঞ্চনীয়। গতকাল বুধবার সনমান্দী ইউনিয়নের মগবাজারস্থ অস্থায়ী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত নারী সমাবেশ অত্র ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার শাহিনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফা মেম্বার, খাদিজা মেম্বার, নারী নেত্রী শ্যামলী চৌধুরী, রাহিমা বেগম, বেদেনা বেগম, রানী বেগম, সাবেক মেম্বার মনোয়ারা বেগম সহ অত্র ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের শত শত নারীগন। তাছাড়া চেয়ারম্যান জিন্নাহ’র সাথে উম্মূক্ত মতবিনিময় কালে উপস্থিত নারীরা চেয়ারম্যানের উন্নয়ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় চেয়ারম্যান জিন্নাহ নারীদের সকল সমস্যা গুলো চিহ্নিত করে তা সমাধা করবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন।