প্রধান অতিথি সফল চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সনমান্দী ইউনিয়নে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ- সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে প্রনোদনা ২০১৮-২০১৯ অর্থ বছরের আওতায় বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ ২৬ নভেম্বর সোমবার, সনমান্দী ইউনিয়নের মগবাজারস্থ অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি’র সফল চেয়ারম্যান শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা মো. হাবিবুর রহমান জানান, অত্র ইউনিয়নের ৩শ ২২জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বোর, বিটি বেগুন, ভূট্টা, সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা উপ-সহকারী কর্মকতা আবু হানিফ, আবু নাসের, ইউপি সদস্য শাহিনা আক্তার, লুৎফা বেগম সহ অত্র ইউনিয়নের শত শত কৃষকরা উপস্থিত ছিলেন।