প্রেসক্লাবের সামনে গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বন্দর প্রেসক্লাবের সামনে বাকী বিল্লাহ (র) প্রতিষ্ঠিত গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মাদ্রসার শিক্ষার্থী গর্ভনিংবডির সদস্য ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মাদ্রসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব কাজী সহিদ আহমেদ, সদস্য আবুল হোসেন, আলহাজ্ব আব্দুল মোস্তাফা রাহীম, মাদ্রসার সাবেক সুপার আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন নূরী, মাওলানা তামীম বিল্লাহ, সুপার আলহাজ্ব মাওলানা আবু নাসের মোঃ মুছা, শিক্ষক মাওলানা শরীফ মোঃ আবু জাফর, মাওলানা জামিল হোসেন আল কাদরী, হাফেজ মোঃ গোলাম পাঞ্জাতন প্রমুখ। বক্তরা বলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত কখনও জঙ্গীবাদ বিশ্বাস করেনা। জঙ্গীবাদ ইসলামের ভাষা নয় ইসলাম শান্তি, ইসলামের অশান্তির কোন সুযোগ নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা প্রকৃত পক্ষে ইসলামকে ধ্বংস করতে চায়। তাদের চিহিৃত করে প্রশানের হাতে তুলে দেয়া হবে ইসলামের পক্ষের কাজ।