ফতুল্লায় র্যাব-১১’র অভিযানে অস্ত্র-গুলি বিস্ফোরক উদ্ধার জেএমবি গ্রেপ্তার
নারায়নগঞ্জ প্রতিবেদক:-
নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় র্যাব-১১’র এএসপি আলেপ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে সারোয়ার তামিম গ্রুপের ৩ জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২টি অস্ত্র গুলি বিস্ফোরক জঙ্গীবাদী বই লিফলেট উদ্ধার করা হয়।
২৯ জুলাই ১২টায় র্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। র্যাবের সহকারি পরিচালক শাকিল আহমেদ বলেন, এ পর্যন্ত দশটি সফল অভিযানে র্যাব ৩৩ জন জেমএবিকে গ্রেপ্তার করেন। ২৮ জুলাই রাত ১১ টায় অভিযান চালিয়ে জেএমবির ওয়ালিউল্লাহ চিশতি ওরফে জনি ওরফে মোহাম্মদ ওরফে আবু ওমর (২৭), আল আমিন শেখ ওরফে রাজিব ওরফে রাজিব ইসলাম ওরফে ইসলাম শেখ ওরফে শেখ (২৫), কামরুল হাসান ওরফে হৃদয় (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ২ টি চাকু, বিস্ফোরক, জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। ওয়ালি উল্লাহ ২০০৭ সালে এইচএসসি পাশ করে মধু বিক্রি ও অন্যান্য ছোট খাট ব্যবসা করে পাশাপাশি জেএমবির সাথে সম্পৃক্ত হয়। সে জেএমবির বর্তমান আমির শায়েখ আরিফ হোসেনের সাথে জামালপুর রাজশাহী বগুড়া লালমনিরহাট কুড়িগ্রামে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া আমির ইমরানের কাছ থেকে তহবিল সংগ্রহ করত।