ফিচার ফোন কাকে বলে ….
ফিচার ফোন বা বার ফোনের বাজার এখন রমরমা । বিশেষ করে ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ডের মোবাইল
ফোন বাজারে আসার পর থেকে ফিচার ফোন আবার ঘুরে দাড়িয়েছে । বাজার গবেষনা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের দাবি, বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ফিচার
ফোন মোবাইল ফোন বাজারের ২৩ শতাংশ দখল করেছে ।
বাজারে এখন ফোরজি নেটওয়ার্ক সমর্থিত ফিচার ফোন চলে এসেছে । এসব ফোনে হোয়াটঅ্যাপ
, ফেসবুক ও ইউটিউবের মতো সুবিধা পাওয়া যায় । ফিচার ফোনের এ ধরনের সুবিধা থাকায় এবং
দামের দিক থেকে সাধ্যের মধ্যে হওয়ায় ফিচার ফোনের আগ্রহ বাড়ছে।