বদনাম নয়, সুনাম বাড়বে এমন কাজ পুলিশকে নিয়মিত করতে হবে ——–কাঁচপুরে অতিঃ পুলিশ সুপার আক্তারুজ্জামান

নারায়নগঞ্জ প্রতিনিধি:-
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় হাইওয়ে পুলিশ গাজিপুর রিজিয়নের উদ্যোগে বাস চালক ও হেলপারদের সচেতনাতর জন্য কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজিপুর রিজিয়নের অতিঃ পুলিশ সুপার আক্তারুজ্জামান উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘কমিউনিটি পুলিশং কার্যক্রম হচ্ছে একটা সেবামূলক কাজ। সমাজের যে কেউ এ সেবামূলক কাজে সম্পৃক্ত হতে পারেন। নিয়ম লংঘন করে উল্টোপথে গাড়ি চলাচল করলে জানযট সৃষ্টি হতে পারে জেনেও অনেকে উল্টোপথে বা রং সাইডে গাড়ি চালান। কিন্তু পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিলে আপনাদের চোঁখে খারাপ হয়ে যায়। আমদের নিয়মের মধ্যে সকল দায়িত্ব পালন করতে হয়। গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে পুলিশ সে গাড়িকে ১ মাস ডাম্পিংয়ে রেখে দিলে আপনারা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন। তাই অবশ্যই কাগজপত্র ঠিক ঠাক ও আপডেট রাখতে হবে। সকল পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং এর সদস্যদের বলব, এমন কাজ আপনারা করবেন যাতে বদনাম নয়, পুলিশের সুনাম বৃদ্ধি পায়’। উক্ত সভায় হাইওয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা গুলোকে চিহ্নিত করে প্রতিটি জোনের বিপরীতে ৫-১০ জন করে কমিউনিটি পুলিশের সদস্যকে মনোনীত করা হয় এবং তাদের কমিউনিটি পুলিশ লিখা সম্বলিত পোশাক দেয়া হয়। উক্ত সভায় কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ তৈয়বুর রহমান, এস আই রমজান, এস আই আশরাফ, মদনপুরের পরিবহন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, কাইয়ুম সহ বিভিন্ন গাড়ির মালিক, চালক, শ্রমিক, পুলিশের অন্যান্য সদস্যরা ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *