বন্দরের কেওঢালায় বাসের ধাক্কায় ১জন নিহত
স্টাফ রিপোর্টারঃ
বন্দরের মদনপুর ইউনিয়নস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালায় সোমবার সকালে ঢাকা থেকে লাকসামগামী একটি বাসের ধাক্কায় শান্ত (২৫) নামের এক যুবক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল পরিদর্শন ও হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানা যায় যে, সকাল আনুমানিক ৮ টার সময় কাঁচপুরের সিনহা গার্মেন্টস এর কর্মী সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের মাঝেরচর গ্রামের বাসিন্দা শান্ত কেওঢালায় রাস্তা পাড়াপাড়ের জন্য মহাসড়কের মাঝখানে দাড়িয়ে ছিল, ঠিক এ সময় একটি লেগুনা হঠাৎ গতিরোধ করলে পিছনে থাকা ঢাকা থেকে লাকসাম গামী বাসটি সাইড নিতে গিয়ে ডানে মোড় দেয় এবং তখন দাড়িয়ে থাকা শান্ত ও তার সাথে দড়িয়ে থাকা অন্য আরেক শ্রমিককে চাপা দেয়। তখন ঘটনাস্থলে শান্ত মারা যায় ও অপর শ্রমিকের পা ভেঙ্গে যাওয়ায় ঢাকার একটি মেডিকেলে তাকে ভর্তি করা হয়। উত্তেজিত জনতা বাসটিকে আটক করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কাঁচপুর হাইওয়ের পুলিশ বাদী হয়ে আটককৃত বাসের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেছে।