বন্দরে আলীনগরে বাবু মাদক ব্যবসা জমে উঠেছে
নিজস্ব সংবাদদাতা
বন্দরের আলীনগর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান ওরফে বাবু মিয়ার মাদক ব্যবসা বেশ জমে উঠেছে। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে বন্দর থানা পুলিশের তৎপরতা আলীনগর না থাকার কারনে বাবুসহ উক্ত এলাকার আরো অনেকের মাদক ব্যবসা অবাধে জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলেছে আলীনগর এলাকায় মাদক ব্যবসা। খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর উপজেলার আলীনগর এলাকার বদরুজ্জামান মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে বাবু বাড়ীতে চলছে প্রকাশ্যে মাদক ব্যবসা। হাত বাড়ালে সহসায় পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা প্রকার মাদক। বন্দর উপজেলার বিভিন্ন এলাকার মাদক সেবীরা মাদক সংগ্রহ করার জন্য প্রতিদিন আলীনগর এলাকায় বাবু বাড়ীতে ভীড় জমাতে দেখা যাচ্ছে। বাবু মিয়ার মাদক ব্যবসার কারনে আলীনগর এলাকাসহ ঘারমোড়া, পুনাইনগর, চরঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় এলাকাবাসী বাবু মিয়ার মাদক ব্যবসা বন্ধ করতে বলেও পেশি শক্তি বলে বাবু মিয়ার মাদক ব্যবসা বন্ধ করতে ব্যার্থ হয়েছে এলাকাবাসী। বাবু মাদক ব্যবসার কারনে আলীনগর এলাকাসহ উল্লেখিত এলাকার স্কুল ও কলেজ পুড়–য়া ছাত্ররা ইয়াবা আসক্ত হয়ে পরেছে। চিহিৃত মাদক ব্যবসায়ী বাবুর মাদক ব্যবসা বন্ধসহ তাকে দ্রুত গ্রেপ্তার করে আলীনগর এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আলীনগর এলাকাবাসী।