বন্দরে খাদ্য বান্দব কর্মসূচি আওতায় সল্প মূল্যে হতদরিদ্রদের মাঁঝে চাউল বিতরণ
স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুরে খাদ্য বান্দব কর্মসূচি আওতায় সল্প মূল্যে হতদরিদ্রদের মাঁঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার পশ্চিম কেওঢালা এলাকায় সকাল ১০টায় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজ্বী আলহাজ্ব এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে ১০টাকা মূল্যে প্রতি কার্ডধারীদের ৩০ কেজি করে চাউল প্রদান করেন।
চাউল বিতরণকালে চেয়ারম্যান সালাম বলেন, সেই স্বাধীনতার পূর্বে থেকেই জাতির জনক বঙ্গবন্ধু ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ণ করার জন্যই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা অকালন্ত পরিশ্রমে আমাদের মাধ্যেমে গরীবদের মাঝে বিনামূল্যে এবং সল্প মূল্যে খাদ্য পৌছে দিচ্ছেন। এ সময় তিনি দরিদ্রদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাউলের ডিলার সিহাব উদ্দিন, আলহাজ্ব সাদেক মেম্বার,মহিলা মেম্বার মোসা: সানোয়ারা বেগম সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।