বন্দরে চাঁদা না দেয়ায় অটোবাইক চালক হাসপাতালে
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
বন্দরে চাঁদা না দেয়ায় এক অটোবাইক চালককে ছুরিকাঘাত করেছে চাঁদাবাজরা।
গুরুত¦র আহত অটোচালক শফিকুল ইসলাম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে লাইফসাফটে রয়েছেন।
শনিবার বন্দর উপজেলার লাউসার গ্রামে এ ঘটনা ঘটে।
লাউসার-মদনপুর স্ট্যান্ড সড়কে চলাচলরত অটোবাইক থেকে দীর্ঘ দিন ধরে চাঁদা উত্তোলন করে আসছে একটি সন্ত্রাসী চক্র।
প্রতিদিনের চাঁদা পরিশোধ না করায় আহত শফিকুলের ছেলেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।
ছেলেকে মারধর থেকে বাঁচাতে পিতা শফিকুল গেলে চাঁদাবাজরা শফিকুলকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছে গ্রামবাসী ।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, লাউসার গ্রামের জনসাধারনের জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোবাইক চলাচল করে।
এই অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডেকেট প্রতিদিন ৫০ টাকা চাঁদা আদায় করে।
একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর শুরু করে।
ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যায় পিতা শফিকুল ইসলাম।
এসময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করে।
এতে উজ্জল ক্ষিপ্ত হয়ে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করে।
পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আইসিওতে লাইফসাফটে রয়েছে।
এ খবর পেয়ে বন্দর থানার এসআই সাখওয়াত ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রামবাসী জানান, শফিকুল ইসলাম ও তার ছেলে রাসেল বাপ- বেটা দুইজন অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
এসআই সাখওয়াত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হয়েছে। উজ্জলসহ অভিযুক্তরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীও। মামলার প্রস্তুতি চলছে।