বন্দরে নারায়নগঞ্জ পূর্বাঞ্চল প্রেস ক্লাব নামে কমিটি গঠন।

(মীর আব্দুল কাদির নারায়নগঞ্জ থেকে):- জেলার কয়েকটি থানার বিভিন্ন গনমাধ্যেমের সংবাদকর্মীরা একত্রিত হয়ে সমন্বয় করে সর্বসম্মতিক্রমে নারায়নগঞ্জ পূর্বাঞ্চল প্রেস ক্লাব নামে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচনের মাধ্যেমে নতুন একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করেছেন। গত ৩০-০৪-১৬ইং উক্ত কমিটির উৎসব মূখর পরিবেশে নির্বাচন সম্পূন হয়। অত:পর শপথ গ্রহন শেষে নির্বাচিত কমিটি যার যার দায়িত্ব বুঝে বন্দর উপজেলার মদনপুর এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন সানী ভিলা ভবনের ২য় তলায় একটি কক্ষ ভাড়ায় নিয়ে নির্বাচিত কমিটি সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। এতে, দৈনিক অপরাধ রির্পোট পত্রিকার ষ্টাফ রিপোর্টার, মো. শহিদুল ইসলাম খোকাকে সভাপতি, দৈনিক অগ্রবানী প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেনকে সহ সভাপতি, দৈনিক একুশের বানীর ষ্টাফ রিপোটার মো. জহিরুল আলম আবুসাধারন সম্পাদক, দৈনিক অগ্রবানীর ষ্টাফ রিপোটার মো. দ্বীন ইসলাম যুগ্ন সম্পাদক, দৈনিক একুশের বানীর ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের দেশবার্তার ষ্টাফ রিপোটার মো. আলমগীর হোসেন যুগ্ন সাংগঠনিক সম্পাদক, (অনলাইন নিউজ পোর্টাল) নতুন বাজার ৭১.কম এর বার্তা সম্পাদক মো. আজাদ অর্থ সম্পাদক, দৈনিক আজকের দেশবার্তার সোনারগাঁও প্রতিনিধি মো. আল-আমিন দপ্তর সম্পাদক, (অনলাইন নিউজ পোর্টাল) নিউজ বাংলা বিডি.কম এর বন্দর থানা প্রতিনিধি মীর মহিউদ্দিন আহমেদ কাদির প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাপ্তাহিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি আব্দুস সালাম মিন্টু সামাজিক উন্নয়ন সম্পাদক, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো. আকাশ ক্রীড়া সম্পাদক। তাছাড়া কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের বাণী পত্রিকার বন্দর প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, (অনলাইন নিউজ পোর্টাল) রুদ্রবার্তা ২৪. কম এর মোসা: রেসমা আক্তার, নতুন বাজার ৭১.কম এর মো. আজহারুল, দৈনিক সরেজমিন বার্তা প্রতিকার মো. দ্বীন ইসলাম অনিক, দৈনিক একুশের বাণী পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো. হুমায়ুন কবির । অন্যদিকে সাধারন সদস্য পদ লাভ করেছেন, দৈনিক অপরাধ রিপোট পত্রিকার বন্দর প্রতিনিধি মো. হুমায়ুন আহমেদ, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো. হৃদয়, দৈনিক কালবেলা পত্রিকার বন্দর প্রতিনিধি দেলোয়ার হোসেন, (অনলাইন নিউজ পোর্টাল) নতুন বাজার ৭১. কম এর ষ্টাফ রিপোর্টার বদরুল আলম বাদল, দৈনিক আজকের পৃথীবি পত্রিকার মো. শুভ আহমেদ। নির্বাচিত কমিটি গত শনিবার সকাল ১০টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করেন। আয়োজিত সভায়, কমিটির আত্মপ্রকাশ করার পাশা-পাশি সংবাদ প্রকাশের মাধ্যেমে সমাজ থেকে অপরাধ দূর করার লক্ষে উপস্থিত সাংবাদিকরা গুরুত্বপূর্ন আলোচনা করেন। তাছাড়া নির্বাচিত কমিটি সিদ্ধান্ত নেয় যে, অতিদ্রুত স্থাণীয় জনপ্রতিনিধি ও সূধিজনদের নিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে নারায়নগঞ্জ পূর্বাঞ্চল প্রেস ক্লাবের শুভ উদ্ভোধনের আয়োজন করবেন। এ সময় নবনির্বাচিত কমিটি জেলার সকল প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিকদের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন। সভা পূর্বক মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নাজিম ভূঁইয়া, যুবলীগের সভাপতি আমান উল্লাহ্ আমান, সহ স্থানীয় বেশ কয়েক জন গন্যমান্য ব্যক্তি ক্লাবে উপস্থিত হয়ে নারায়নগঞ্জ পূর্বাঞ্চল প্রেসক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশা-পাশি ক্লাবের শুভ কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *