বন্দরে নাসিম ওসমান মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা
বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাসিম ওসমান মডেল হাই স্কুলের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনানুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠােেন প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান। প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে একেএম সেলিম ওসমান বলেন, আমি আশা করি গত বারের মত এবারো তোমরা শতভাগ সফল হবে। তবে আমি কিছুটা হতাশ কারন আমাদের স্কুলে তোমাদের বেশী দিন রাখতে পারলাম না ইনশাআল্লাহ খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না। আমাকে তোমাদের বিদায় অনুষ্ঠানে আসতে হবে না কারন নাসিম ওসমান মডেল স্কুল নাসিম ওসমান স্কুল এন্ড ইউনিভার্সিটিতে পরিনত হবে। আগামী কাল বুধবার স্কুলের সকল পুরানো চেয়ার টেবিল এর বদলে নতুন চেয়ার টেবিল আনা হচ্ছে। স্কুলের বিজ্ঞানাগারের জন্য আমি নাসিম ওসমানের এক সহকারী থেকে ২০লক্ষ টাকার চেক এনেছি। আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের উন্নয়নে সবসময় পাশে থাকতে পারি। তিনি আরো বলেন, আমি অতীতকে ভুলে ভবিষ্যৎ এর দিকে মনযোগী হতে চাই। আমি পুরানো রাজনীতি আমরা ভেংগে দিতে চাই আমরা নতুন রাজনীতির জন্ম দিতে চাই যার আসল নাম উন্নয়নের রাজনীতি। আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলের উদ্ভোধন করা হবে যা আমাদের নেতা পল্লীবন্ধু হুসাঈন মুহাম্মদ এরশাদ নিজে এসে উদ্ধোধন করে যাবেন। তোমাদের পরিক্ষার পর তোমাদের জন্য স্মার্ট বোর্ড এর ব্যবস্থা করা হবে যেখানে তোমরা ক্লাসে বসে খুব সহজে ইংরেজি শিখতে পারবে। আশা করি এই উন্নয়নের ধারাবাহিকতায় নারায়নগঞ্জ একদিন সবচেয়ে বৃত্তবান শহর হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমি আর বেশিদিন এমপি হিসাবে থাকতে পারব না আয়ুর দিক থেকে। আমি আমার ছোট বোন আইভি কে ধন্যবাদ জানাই কারন আমি দেখেছি সে নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়ন করছে,উন্নয়নের কথা বলছে। সে রাজনীতি এখন তোয়াক্কা করে না। আমি তারপ্রতি কৃতজ্ঞতা জানাই। লাশটা হয়তো তোমাদের দিয়ে যাব কিন্তু আমি কখনো মরবো না। কারন আমার বাবা আমার দাদা কেউ এখনো মরেনি, জাতির জনক শেখ মজিবুর রহমানকে হত্যা করেও তারা মারতে পারে নি। আমি তাদের মতই হতে চাই। তাদের আদর্শকে লালন করতে চাই। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানউদ্দিন আহমেদ, জাতীয় পাটি নেতা রেটারিয়ান গিয়াসউদ্দিন চৌধুরী ও মাঈনুদ্দিন মানু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী এম এ মান্নাহ, কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,চান শরীফ চান্দু মেম্বার, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল কবির, বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য হুমায়ূন কবির।