বন্দরে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে র্যালি ও মানববন্ধন
বন্দর সংবাদদাতা
নিরাপদ সড়ক চাই বন্দর শাখার উদ্যেগে গতকাল শনিবার সকালে র্যালি ও মানববন্ধন করেছে। বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা র্যালি বের করে। র্যালিটি বন্দরের সিএসডি গেইট হয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে। র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বন্দর শাখা কমিটির সদস্য সচিব রিপন প্রধানের সভাপতিত্বে আহবায়ক নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের নেতৃত্বে, আতিকুর রহমান মাসুম, নবী আউয়াল, জাকির প্রধান, মীর মোঃ অহিদুল্লাহ, রাশেদুল ইসলাম, মনির হোসেন, মোক্তার হোসেন, আসলাম সরকার, আলী আহাম্মেদ, সাল মোহাম্মদ, গনেশ দাস, মীর হুমায়ূন, মোঃ মোজাম্মেল, শেখ সবুজ রানা, বিল্লাল, পারভেজ মিয়া, আনোয়ার, রফিক উদ্দিন, আশ্রাফুল, সায়েম আহমেদ, ফেনু মিয়া প্রমুখ।