বন্দরে মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা
২’শ গ্রাম গাঁজা ও ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ীস্থ আনোয়ার মিয়ার চায়ের দোকানের সামনে থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা ৬৪(৯)১৬। থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ীর এএসআই মোহাম্মদ আলীসহ তার সঙ্গীয় র্ফোস গত বুহস্পতিবার রাতে সেনেরবাড়ীস্থ আনোয়ার মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২’শ গ্রাম গাঁজা ও ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।