বন্দরে মানুষিক রোগি মহিলার আত্মহত্যা
বিশেষ সংবাদদাতা
বন্দরের খানবাড়িতে মানুষিক রোগে আক্রান্ত জাহানারা বেগম (৫০) নামে এক মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার গভীর রাতে টয়লেটের এঙ্গেলের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মগত্যা করে। সংবাদ পেয়ে সকালে বন্দর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের জামাতা রুবেল জানান, তার শ্বাশুড়ি মানুষিক রোগে আক্রান্ত ১ মাস পূর্বে তার বাসায় আসেন। তিনি বন্দরের বশির খানের বাড়িতে ভাড়া থাকেন। গত রাতে তার শ্বাশুড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের সদুরখোলা এলাকায় দীর্ঘ দিন তিনি বন্দরে বসবাস করছিলেন।