বন্দরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দর সংবাদদাতা
৪৫ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বন্দর থানর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ।
জানা গেছে, বন্দর থানার এএসআই আবু হানিফসহ তার সঙ্গীয় র্ফোস গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরান বন্দর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার আবু সালে মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রোকন (২২)কে গ্রেপ্তার করে। একই রাতে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ জাঙ্গাল পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবাসহ উক্ত এলাকার মৃত আমানউল্ল্যাহ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহ পরান (২০)কে গ্রেপ্তার করে। অন্যদিকে গতকাল রোববার দুপুরে বন্দর থানার এসআই আব্দুর রহমানসহ তার সঙ্গীয় র্ফোস হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ উক্ত এলাকার মৃত আলাবক্স মিয়ার ইয়াবা ব্যবসায়ী ছেলে মুনছুর (৫৫)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীর মধ্যে রোকন ও শাহ পুরানকে পৃথক মাদক মামলায় গতকাল সকালে আদালতে প্রেরণ করা হলেও অপর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুনছুর থানা হাজতে আটক আছে বলে জানা গেছে।