বন্দর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলিঃ আফজাল হোসেন রিপন
নারায়নগঞ্জ প্রতিবেদক:-
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী। আর এই শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁকে ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বন্দর থানা কমিটির সভাপতি আফজাল হোসেন রিপন। এ দিবসের তাৎপর্য উল্লেখ করতে গিয়ে তিনি জানান ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় যদি বঙ্গবন্ধু শেখ মুজিব নামক মহান নেতার জন্ম না হত, তাহলে বাঙ্গালী কোন দিন স্বাধীনতার স্বাদ পেতনা। পেতনা পরাধীনতা থেকে মুক্তি। শোকের মাস ছাড়াও সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদকে। তাঁর আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, সেই মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজ আমরা দৃপ্ত কন্ঠে শপথ করি যে, আমরা সবাই দেশকে ভালবাসব। তাহলেই স্বার্থক হবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।