বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফল হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি:- আমজাদ হোসেন
বিশেষ প্রতিবেদক:-
শনিবার সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরীতে সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফল হওয়ায় কেন্দ্রীয়, না’গঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের সবাইকে মোবারাকবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন। গতকাল গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান ‘বিএনপি গণমানুষের দল তা সবার জানা। তাই এ অনুষ্ঠানকে বানচাল করার জন্য একটি মহল বহু প্রচেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়েছে। সকল বাধা উপেক্ষা করে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ও প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও সর্বস্তরের সকল নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে যায়। সেখানে সাধারণ জনগণ যারা বিএনপিকে ভালবাসে তাদের উপস্থিতিও ছিল চোঁখে পড়ার মত। আমি সাদিপুর ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে সবাইকে সাধূবাদ জানাচ্ছি। আমরা বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে সোনারগাঁওকে গড়ে তোলার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করছি’।