ভাল কর্মের মাধ্যমে মানুষ চিরসঞ্চীব হতে পারে
স্টাফ রিপোর্টার
ভাল কর্ম মানুষকে মৃত্যুর পরও চিরসঞ্চীব রাখে এবং কর্মের মাধ্যমে চেষ্টা করলে পৃথিবীতে মানুষের সফলতা অর্জন সম্ভব। তাই ভাল কর্মের কোনো বিকল্প নেই। গতকাল সোমবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র দায়িত্ব গ্রহন ও সম্বর্ধনা অনুষ্ঠানে নারায়নগঞ্জÑ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। সনমান্দী ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাহিদ হাসান জিন্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এফবিসিআইয়ের পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন, এসএম জামাল হোসেন, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, বৈদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল রব, সনমান্দী ইউপি সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, মো. রফিকুল ইসলাম শিকদার, প্রিন্সিপাল শাহজাহান ভূইয়া, সাহাবুদ্দিন সাবু, প্রয়াত গফুর চেয়ারম্যানের নাতি হাজী জসিম উদ্দিন চৌধুরী, বিল্লাল চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী মাসুম বিল্লাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা ছাত্রলীগ সম্পাদক রাসেল মাহমুদ, সনমান্দী ইউনিয়ন আঃলীগ সভাপতি হাজী ইসহাক মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. গোলজার হোসেন, খন্দকার সালাউদ্দিন সাজু, শাজাহান সিরাজ, মুসফিকুর রহমান মোহন, মো. শরীফ ভূঁইয়া, মোমেন সরকার মেম্বারসহ সকল নবনির্বাচিত মেম্বার, সংরক্ষিত মেম্বার, সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগনসহ শত শত অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি খোকা বলেন, দায়িত্ব চিহ্নিত করে দায়িত্বের মূলে গিয়ে কর্মকরতে হবে। আর খারাপ কর্মে শয়তান খুশি হয় এবং ভাল কর্মে আল্লাহ খুশি হন। তাই সকলকে ভাল কর্মে মনোনিবেশ করার আহবান জানান তিনি। তাছাড়া তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে অত্র ইউনিয়নের সকল উন্নয়ন বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করছেন এমপি। সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, ব্যক্তি স্বর্থের উর্ব্ধে থেকে এ ইউনিয়নের উন্নয়নে সকলকে একত্মার মাধ্যমে এগিয়ে আসতে হবে এবং সনমান্দী ইউনিয়নকে মাদক নির্মূলে ও উন্নয়নে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি। তিনি ইউনিয়নবাসীর সহযোগিতায় এ ইউনিয়নকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।