ভূয়া ট্রান্সপোর্ট এজেন্সির নামে গ্রাহকদের কোটি কোটি টাকার মালামাল নিয়ে উধাও
স্টাফ রিপোর্টার
দি আড়াইহাজার গোপালদী ট্রান্সর্পোট এজেন্সি নামের ভূয়া একটি ট্রান্সর্পোট এজেন্সি গ্রাহকের কোটি কোটি টাকার মালামাল নিয়ে উধাও হয়ে গেছে। ভোক্তভোগী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের আমির উদ্দিন মোল্লার ছেলে সাব্বির আলম ও একই উপজেলাধীন কাঁচপুর ইউনিয়নের চেংগাইন গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, আড়াইহাজার উপজেলার লক্ষিবরদী গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে মো. নাজমূল হাসান ঢাকা বাবু বাজার সংলগ্ন মাজারের সামনে ৩/২ আকমল খান রোডে দি আড়াইহাজার গোপালদী ট্রান্সর্পোট এজেন্সি নামে একটি অফিস নেয়। তারা অত্র অফিসে গিয়ে চলতি বছরের ২৮ জানুয়ারী তাদের ৭ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন স্কুলের বই উক্ত ট্রান্সর্পোটের মাধ্যমে মদনপুর ও মিরেরটেক পৌঁছে দিতে বুকিং দেয় এবং পরের দিন ২৯ জানুয়ারী তাদের বুকিংকৃত মালামাল পৌঁছে দেয়ার কথা হয়। কিন্তু যথাসময়ে তাদের মালামাল না পৌঁছার কারণে মোবাইল ফোনে যোগাযোগ করে ট্রান্সপোর্ট মালিকের সাথে তাকে না পেয়ে ট্রান্সর্পোট এজেন্সির অত্র অফিসে যান তারা। সেখানে গিয়ে দেখতে পান উক্ত অফিসটি তালাবদ্ধ করে ওই ট্রান্সপোর্ট মালিক নাজমুল হাসান তাদের ও অন্যান্য গ্রাহকের কোটি কোটি টাকার মালামাল নিয়ে উধাও হয়ে গেছে সে। পরে, তার গ্রামের বাড়ী আড়াইহাজার উপজেলার গোপালদী লক্ষিবরদীতে প্রতারক নাজমুল হাসানকে খুঁজতে গেলে তার বাবা ইব্রাহিমের সাথে তাদের কথা হয়। এতে, প্রতারক নাজমুল হাসানের বাবা ইব্রাহিম সন্তোষজনক জবাব না দিয়ে উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে। জানাগেছে, প্রতারক নাজমুল হাসান ওখানে উক্ত ভূয়া ট্রান্সপোর্ট এজেন্সি অফিস নিয়ে এখান থেকে আড়াইহাজার, মদনপুর, নয়াপুর, গাউছিয়া, কালীবাড়ী পরাপরদী, বারদী ও গোপালদী এলাকায় গ্রাহকদের মালামাল ট্রান্সর্পোটের মাধ্যমে সরবরাহ করার অজুহাতে প্রতরনামূলক ভাবে কোটি কোটি টাকার মালামাল হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। এ ব্যাপারে ভোক্তভোগী সাব্বির আলম ও আব্দুল্লাহ আল মামুন আড়াইহাজার থানায় একটি অভিযোগ দাখিল করেছে।