মহজমপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নস্থ ১৭নং মহজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হামীম শিকদার শিপলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজুল হক ভূঁইয়া। সহ-সভাপতি ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. দুলাল ভূঁইয়া। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. বকুল ভূঁইয়া। বিশেষ মেহমান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফুল ইসলাম (মাকসুদ) ও জামপুর ইউপি যুবলীগ নেতা মো. তাইজউদ্দিন ভূঁইয়া জামপুর ইউপি যুবলীগ সম্পাদক সামসুল আলম উপস্থিত ছিলেন। তাছাড়াও জামপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. রনি ভূঁইয়া সার্বিক অভ্যর্থনা ও শুভেচ্ছান্তে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ ভূঁইয়া, তোফাজ্জল হোসেন ভূঁইয়া, গেলমান মেম্বার, বদিউজ্জামান বদু মেম্বার. মো. সুজন মেম্বার, আলী জাহান মেম্বার, শিক্ষক সাহাবুদ্দিন আহাম্মেদ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, মো. ফরিদ ভূঁইয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিবাভকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান শিপলু ৯ জন এ+ প্রাপ্তসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং একজন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীর বাড়ীতে নিজস্ব অর্থায়নে বিদ্যুতের ব্যাবস্থা সহ বিদ্যুৎবিলের খরচাও বহন করার আশ্বাস প্রদান করেন তিনি।