মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালামের উদ্দেগ্যে পশ্চিম কেওঢালা এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন একাদশ সাংসদ নির্বাচণে নারায়ণগঞ্জ (৫) আসনে এমপি প্রার্থী বর্তমান সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমান।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আফজাল সরকার টিপু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলীনূর, শাহ আলম, হোসাইন মুন্সি মেম্বার সফিক মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও হাজারও জনতা।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত জনতাকে খাবার পরিবেশন করানো হয়।